ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের বিক্ষুব্ধ নেতাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১০ নভেম্বর) সকালে জাসাসের অর্ধশতাধিক বিক্ষুব্ধ নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় যান। ঘণ্টাব্যাপী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাসিন্দাদের আলোচনা হয়। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাসাস নেতাদের এই পরামর্শ দেন।
বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাসাস নেতাদের রং চা, সেমাই, বিস্কুট দিয়ে জাসাস নেতাদের আপ্যায়নও করান।
জাসাসের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের কথা শুনেছেন এবং তিনি তাকে মাধ্যম করে দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত দিতে বলেছেন। আমরা আগামীকাল (বৃহস্পতিবার) ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এ ব্যাপারে লিখিত দেবো।
মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি অভিনেতা বাবুল আহমেদ, নতুন আহ্বায়ক কমিটির সদস্য ডা. আরিফুল ইসলাম, জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক শিবা শানু বলেন, সংগীতশিল্পী পিয়াল হাসান, অভিনেতা আশরাফুল টুলু, সংগীতশিল্পী নাসির, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম রিপন, মীর সানাউল হক, হাসান চৌধুরী, মো. জামাল উদ্দিন নাসির, সদস্য দীন মোহাম্মদ মন্টু, জাকির হোসেন, আক্তার হোসেন, আশরাফুল ইসলাম দিপু, ক্যাপটেন (অব.) মিজানুর রহমান, কে এম হোসান প্রমুখ উপস্থিত ছিলেন।