ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে পল্লী সমাজসেবা কার্যক্রমের ৪ লক্ষাধিক টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আঙ্গরত গ্রামের তালিকাভুক্ত সমিতির ২৩ জন সদস্যের মাঝে ৪ লাখ ৭১ হাজার টাকার পুনঃবিনিয়োগ হিসেবে ঋণ বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা’র সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, রিটার্ণিং অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, সমাজসেবা অফিসার সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, ইউপি চেয়ারম্যান ওসমান প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হোসেন, শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।