ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলা ১৪২৯ নববর্ষের ১লা বৈশাখ যথাযথভাবে পালনের জন্য উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে ১৪২৯ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ও জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্জ রক্ষা করে ও স্বাস্থ্যবিধি মেনে ১লা বৈশাখ পালন করার বিষয়ে উপস্থিত সকলের পরামর্শক্রমে অনুষ্ঠানমালা সাজানো হয়।
সকাল সাড়ে ৯টায় বর্ণঢ্য র্যালি, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, সংক্ষিপ্ত আলোচনা ও বাংলার লোকজো গান এবং উপজেলা পরিষদ চত্বরে লোকজো মেলার আয়োজন থাকবে বলে সিদ্ধান্ত হয়।
এবছর প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পৃথক পৃথকভাবে ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করবে।