ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় মেধা মটরস ও এসিআই মটরসের আয়োজনে ইয়ামাহা গ্রান্ড ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) ১০ রমজানে নজিপুর পৌর শহরের মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে এসিআই মটরস, ও মেধা মটরস এর আয়োজনে এই ইফতার প্রোগ্রামে মেধা মটরসের কর্ণধার মোতাহার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, এসিআই মটরস এর মার্কেটিং অফিসার হাবিবুল্লাহ মেসবাহ, টেরিটরী ম্যানেজার (সার্ভিস) উত্তম কুমার।
আরও উপস্থিত ছিলেন, নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ইয়ামাহা রাইডার্স ক্লাবের সকল সদস্য স্টাফ ও স্থানীয় ব্যবসায়ী ও সুধিজন প্রমূখ ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধ এবং কোম্পানির সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।