ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার সাঁথিয়ায় ৩৮৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (১১ এপ্রিল) বিকাল পৌনে ৫ টার দিকে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন হাড়িয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী সুজন পাবনা জেলার সাঁথিয়া থানাধীন হাড়িয়া পূর্বপাড়া এলাকার আনছার আলী সরদারের ছেলে।
র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার (১১ এপ্রিল) বিকাল পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার সাঁথিয়া থানাধীন হাড়িয়া পূর্বপাড়া গ্রামস্থ গ্রেপ্তারকৃত আসামী সুজন সরদার এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে ৩৮৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন সরদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।