ধূমকেতু প্রতিবেদক, লালপুর : আগামী ২৮ জুন বাংলাদেশ আওয়ামী লীগ লালপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে লালপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
বিশেষ অতিথি ছিলেন, নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রমুখ।
সভায় সম্মেলন সফল করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।