ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কবি এস এম আব্দুর রউফ ধামইরহাট সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুর ১২ টায় বলেজের শিক্ষক মিলনায়তনে সিনিয়র সাংবাদিক এম এ মালেকের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, সরকারী এম এম কলেজের সহকারী অধ্যাপক ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বাংলাদেশ বেতারের গীতিকার কবি এস এম আব্দুর রউফকে অভিনন্দন স্মারক তুলে দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন ও সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসান।
অনুষ্ঠানে কলেজের গ্রন্থাগারিক জোসনারা আরা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইউনুছ আলী, কলেজে সমিতির সম্পাদক প্রভাষক তহিদুল ইসলাম, প্রভাষক নৌশাদ হোসেন, প্রভাষক এম এ হোসাইন, প্রভাষক শাহিনুর আলম, প্রভাষক আফরোজা খানম, প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রদর্শক তোজাম্মেল হোসেন, ফিরোজ হোসেন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ।