ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মাপাড়ে গড়ে উঠা ৭টি ইউনিয়নকে নিয়ে “দিয়াড় উপজেলা” গঠনের দাবিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দিয়াড় উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী কয়েকদিনের মধ্যে জনমত তৈরিতে গুরুত্ব দিয়ে গণসাক্ষর সংগ্রহ ও পোস্টার ফেস্টুন টাঙানোর উপর গুরুত্ব দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল বাসার, দেবিনগর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
এর আগে গত ১৩ মে সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিয়াড় উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আবদুস সালামকে আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট দিয়াড় উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন আরও ১০ জন।