ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে উপজেলা মৎস্য বিভাগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করে। সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের অবগত করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
সপ্তাহব্যাপী গোটা উপজেলায় প্রচারণা, র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, জবই বিলে অবৈধভাবে মাছ নিধন ও ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে তিনি উপস্থিত সাংবাদিকদেও জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভিন, সাপাহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক হাফিজুল হক, আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি নিখিল বর্মনসহ উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।