ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন, (বেলকুচি-চৌহালী) সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না হান্নান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, সহ বেলকুচি উপজেলার ইউপি সদস্যগণ ও উপজেলা পরিষদেরের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বেলকুচি উপজেলার সকল আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।