IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনুদানের টাকা ফেরত দিলেন শাকিববাঙালীর চোখ এখন লন্ডনের দিকেওয়ানডে অধিনায়ক মিরাজআমদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় ৭ চিকিৎসক নিহত‘এই হৃদয়বিদারক ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না’যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সাথে ড. ইউনূসের সাক্ষাৎভুল স্বীকার করলেন প্রেস সচিবগুজরাটে বিমান বিধ্বস্তে সব আরোহীর মৃত্যুবৃহস্পতিবারের রাশিফলআহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ড. ইউনূসের শোকঢাকায় নারীদের সাফে অংশ নেবে না ভারতমারধরের ১২ দিন পর সাবেক প্রতিমন্ত্রীর চাচাতো ভাইয়ের মৃত্যুআহমেদাবাদে বিধ্বস্ত বিমানে ছিলেন ৫৩ ব্রিটিশ নাগরিকনানাবাড়িতে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনেরলালপুরে বালুমহলে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
Home >> নগর-গ্রাম >> রংপুর সদর সরকারি হাসপাতালে দালালের দৌড়াত্বে অতিষ্ট রোগীরা

রংপুর সদর সরকারি হাসপাতালে দালালের দৌড়াত্বে অতিষ্ট রোগীরা

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর সরকারি ১০০০ শয্যা জেনারেল হাসপাতালে দালালদের উৎপাত দিন দিন বেড়ে চলেছে বলে অভিযোগ তুলেছেন হয়রানির শিকার সাধারণ রোগীরা।

শরীফ মেহেদী হাসান নামে রোগীর এক স্বজন এই প্রতিবেদকের কাছে আক্ষেপ করে বলেন, ভাই এটা কি মগের মুল্লুক যে এখানে রোগী ভর্তির জন্য সরকারী নিয়ম হলো ৩০ টাকা কিন্তু নিচ্ছে ২০০টাকা আবার ট্রলিতে করে রোগী ওয়াডে নেওয়ার জন্য ওয়ার্ড বয় দাবি করছে ২০০টাকা, রোগীকে বেড দেওয়া বাবদ নিচ্ছে ৩০০ টাকা। এব্যাপারে কথা বললে আবার তারা আমাদের সাথে বাজে আচরন করছে। এখানে রোগী ভর্তির জন্য এসে আমরা তো সবাই পাগল হয়ে যাচ্ছি এদের অমানবিক আচরনে, এটা কি দেখার কেউ নেই।

রোগী ও সাধারন মানুষের অভিযোগ, দালালরা বিভিন্ন কৌশল অবলম্বন করে রোগীদের সুকৌশলে পাশে থাকা বিভিন্ন ডায়গনিস্ট সেন্টার গুলোতে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, দালালদের জন্য সরকারি হাসপাতালের বিনামুল্যের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এভাবে প্রতিনিয়ত হাসপাতালে দালালের চিত্র দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঔষধ কোম্পানির রিপ্রেজেনটিটিভরা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করছে।

অনেকে অভিযোগ করে বলেন, হাসপাতালের পাশে থাকা যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেখানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে কিছু নারী পুরুষ দালাল।

ডায়গনস্টিক সেন্টারের মালিকরা হাসপাতালে নিয়োগ দিয়ে রাখে ঐ সব দালালদের। তারাই বিভিন্ন ডাক্তারদের রুমের সামনে ডিউটি করেন। সেখান থেকে রোগীদের বুঝিয়ে ডায়গনস্টিক সেন্টারে নিয়ে গেলে প্রতি রোগীদের বিপরীতে মালিকরা শতকরা ৩০ থেকে ৫০ পার্সেন্ট টাকা দেন।

হাসপাতালের সামনে যেসব ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তারাই দালালদের মদদদাতা বলে অভিযোগ রোগীদের।

হাসপাতালে রোগীদের নিয়ে টানা হেঁচড়া করে ডায়গনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যাচ্ছে এমন কিছু দালালদের তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে।

রোগীরা অভিযোগ করে জানান, হাসপাতালের ডাক্তারকে বিনা পয়সায় দেখাতে আসার পর তিনি শরীরের নানান পরীক্ষা নিরিক্ষা করতে দিলেন। তখন একজন মহিলা এসে বললো, এগুলো সব পরীক্ষার জন্য পাশে ডায়গনস্টিক সেন্টার আছে। সদর হাসপাতালে এই সব পরীক্ষা হয় না। এরপর আমাকে নিয়ে গেলো পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে আমার এক্সরে, রক্ত ও মূত্র পরীক্ষা করাই। অনেক টাকা বিল হয়েছে আমি এত টাকা বিল দিতে পারিনি। তাই আমাকে অনেক গালমন্দ করেছে। কিছু টাকা কোনমতে কম দিয়ে আসি।এই হয়রানির শেষ কোথায়?

এদিকে অনেকে বলেন, লোভী প্রকৃতির ডাক্তারেরাই দালালদেরকে পুষে রাখেন। মূলত ডাক্তার ও ডায়গনস্টিক সেন্টার মালিকরা মিলে এই দালালদেরকে হাসপাতালে রোগীর পেছনে লাগিয়ে রাখছে।

দালালের উপদ্রুপ লাঘবের বিষয়ে দ্রুত সমাধান পেতে রংপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টদের সুনজর প্রত্যাশা করেছেন ভুক্তভোগীগণ ও সচেতনমহল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news