ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে বিএনএফ-সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এর মধ্যে চ্যাম্পিয়ন হয় রহনপুর এবি (আহম্মাদী বেগম) সরকারি উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয়নব খাতুন।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, শিক্ষক মাসুদ রানা।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন মুরশেদুল হাসান সাগর। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক হারুন-ওর-রশিদ টিটো ও বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল ওদুদ।