ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নাগরিক অধিকার ও বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (২৪ অক্টোবর) বেলা ১০টার দিকে কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল।
ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা অরিক চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য দেন, ইউপি সদস্য শাহিনুর রহমান, মোবারক হোসেন, আলম হোসেন, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মাজেদা বিবি, মুক্তি খাতুন, শাবানা খাতুন, বেসরকারী সংস্থা ডাসকোর রিভাইভ কর্মী শিরীন সুলতানা, শিল্পী চক্রবর্তী ও অঞ্জনা মণ্ডল।