ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষক কৃষাণীদের মাঝে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, সরিষা ভূট্রা, মসুর, খেসারী, চিনাবাদাম ও পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে রাসায়নিক সার বীজ বিতরণ করা হয়েছে শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বীজ রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত।
অনুষ্ঠানে নির্বাহী অফিসার আনিসুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমানসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা খাদ্যর অভাব মেটাতে কৃষকদের আরও বেশি সচেষ্ট হওয়ার আহ্বান জানান।