ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি হলরুমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ১৩৬ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র ও ঝাঁজরি প্রদান করা হয়। এ নিয়ে এ প্রকল্পে ৪০১ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ।