ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বাদ ফরজ রহনপুর পৌর এলাকার সোবহাননগর কলোনি হাফিজিয়া মাদ্রাসায় যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোরআন খানি শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা মাইজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, যুগান্তর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদ।