ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ছেলের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেলেন এক মা।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-নাচোল আঞ্চলিক সড়কের শেরপুরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত ওই মার নাম শ্রীমতি লক্ষী রানী (৬৫)।
তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কাচারি দামপুরা গ্রামের শ্রী কৃষ্ণের স্ত্রী। এ ঘটনায় তার সাথে থাকা দুই সন্তান আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি তার ছেলের চিকিৎসা শেষে সিএনজি অটোরিকশা যোগে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই স্থানে তাদের অটোরিকশার সাথে কুকুরের সংঘর্ষ হলে অটোরিকশাটি রাস্তায় উল্টে গেলে তিনি গুরুত্বর আহত হন। পরে সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহতের লাশ রাতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।