ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেহেনা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেহেনা উপজেলার একডালা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
নিহতের ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, আমার বাবা অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার বিকেলে নওগাঁ হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। পরিবারের লোকজন বাবাকে নিয়ে সিএনজিতে ছিলেন। সিএনজিতে জায়গা না থাকায় আমি আমার ফুফু রেহেনাকে নিয়ে মোটরসাইকেল যোগে নওগাঁর উদ্দেশ্যে রওনা হই। পথে রাণীনগর-আবাদপুকুর সড়কে সোনাকানিয়া ব্রীজ এলাকায় স্পিডব্রেকার উচুঁ হওয়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ফুফু রেহেনা মোটরসাইকেল থেকে সিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়দের সহযোগীতায় ফুফুকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমার ফুফু রেহেনাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত রেহেনার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে (২৫ জুলাই) মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা দায়েরের হয়েছে।