ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটেলিয়নের আয়োজনে মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১৬ বিজিবির নওগাঁ ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামান পিএসসি জি, সহকারী পরিচালক এসএম তাফসির আহমেদ পিবিজিএম, রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শহীদুল ইসলাম প্রমুখ।
এসময় প্রায় তিনশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ প্রদান এবং ১০০ জন হতদরিদ্রের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।