ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ইসলামপুর ইউনিয়নের পিয়ার বিশ্বাসের ঘাট হইতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ পর্যন্ত মহানন্দা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল পুরিয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মৎস্য অফিসের আয়োজনে অভিযান চালিয়ে ৩০টি কারেন্ট জাল ও ৯০টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করা হয়।
প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়ে জব্দকৃত কারেন্ট জাল ও চায়না দুয়ারি রিং জাল মহানন্দা নদীর অনুপনগর ঘাটে জনো সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল হক, গোদাগাড়ী নৌ পুলিশের সদস্যরা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা বলেন, প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল পুরিয়ে ধ্বংস করা হয়েছে। অত্র এলাকার মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার অভিযান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।