ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভার মাধ্যমে দুটি পৃথক গ্রুপ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের ১৬তম কারামুক্ত দিবস পালন করেছে।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও এসএম হান্নান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, বিএনপি নেতা বদিউল আলম সবুজ, মনিরুল হক মনি, ফেরদৌস আলম, শিহাব রায়হান, কাজী সামুশুজ্জোহা মিলন প্রমুখ।
অপরদিকে সন্ধ্যায় বিএনপির অপর একটি গ্রুপ সাবেক ডেপুটি স্পীকারের বাসভবনের সামনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি স্পীকারের জৈষ্ঠ পুত্র ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সাগর ও আলহাজ্ব আক্কাস আলী, সহ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক মন্ডল, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রীরাম প্রসাদ ভদ্র।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফফর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা, শামিমুর রহমান শামিম প্রমুখ।
এর আগে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।