ধূমকেতু প্রতিবেদক, মান্দা : ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক ক্রান্তি কুমার সরকার, শিক্ষার্থী পূর্ণ চন্দ্র দেব প্রমুখ।