ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর পত্নীতলায় জমকালো আয়োজনে ও বিপুল সংখ্যক গ্রাহকদের উপস্থিতিতে পূবালী ব্যাংকের নজিপুর উপশাখার উদ্বোধন করা হয়েছে।
পূবালী ব্যাংকের মহাদেবপুর উপজেলা শাখার ব্যাবস্থাপক মাহমুদুল হাসানের সভাপতিত্বে ১৪ সেপ্টেম্বর বেলা ১২ টায় ফিতা কেটে উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংকের বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ছালামুজ্জামান, সাতমাথা বগুড়া শাখার ব্যবস্থাপক তানভির শামস চৌধুরী, নজিপুর উপশাখার ডায়নামিক ব্যবস্থাপক মেহেদী হাসান অলিভ, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, নজিপুরের বিশিষ্ট ব্যবসায়ী মা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মিল্টন উদ্দিন, হজ্ব এজেন্সী জাহাঙ্গীর আলম, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র (২) মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ।
পূবালী ব্যাংক নজিপুর উপশাখার ব্যবস্থাপক মেহেদী হাসান অলিভ বলেন, ‘মানসম্মত গ্রাহক সেবার ব্রত নিয়ে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা এখন এই উপশাখা থেকে প্রদান করা হবে, গ্রাহকদের আমানত, ক্ষুদ্র থেকে শুরু করে ব্যবসায়ী ভেদে সিসি, এসএমই ঋণ সুবিধাসহ সকল সুবিধা প্রদানে আমরা বদ্ধ পরিকর।