ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অহিংস দিবস পালন উপলক্ষে সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি) মহাদেবপুর উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিএফজি সমন্বয়কারী এম. সাখাওয়াত হোসেন, এ্যাম্বাসেডর অজিত কুমার মন্ডল, সাজ্জাদ হোসেন, রারেয়া রহমান পলি, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, হারুন অর রশিদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য সাংবাদিক আইনুল হোসেন, সাদা মনের মানুষ শামসুদ্দীন মন্ডল, ইউপি সদস্য ফেরদাউস, মনসুর সরকার, ইউনুসার রহমান হেফজুল, মাহবুব উল আলম, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী খোরশেদ আলমসহ আরো অনেকে।
বক্তারা সামাজিক সম্প্রীতি রক্ষায় ও অহিংসা প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। পরে জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে উপজেলা পিএফজি কমিটির ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।