ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর অর্থায়নে ৩৮ লাখ ৬১ হাজার ২ শত টাকা ব্যয়ে নির্মিত ফুলবাড়ী অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ীর অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমনসহ জনস্বাস্থ্যের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।