ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে জুথি নামের গৃহবধুর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে তার স্বামী রাশিদুল।
শনিবার (৭ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি মন্ডলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তি হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি মন্ডলপাড়া মহল্লার রাশিদুল ইসলামের স্ত্রী জুথি (২২)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, বিদ্যুৎ এর লাইন দিতে গিয়ে প্রথমে জুথি বিদ্যুৎ স্পৃষ্ঠ হলে পরে স্বামী স্ত্রীকে উদ্ধার সময়ে তিনিও গুরুত্বর আহত হয়। পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুথিকে মৃত ঘোষণা করেন। জুথির স্বামী রাশিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
তিনি আরও জানান, মৃত জুথির মায়ের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্তে উক্ত লাশ মৃতার মায়ের কাছে হস্তান্তর করা হয়।