ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত, মাদক ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীদের রোববার বিকেলে আদালতে প্রেরণ করা হয়।
শনিবার দিবাগত রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারকৃত আসামীরা হলো উপজেলা সদরের মৃত তমিজ উদ্দীনের ছেলে আব্দুল আজিজ, মহিষবাথান (বামনদহ) গ্রামের মৃত খলিলের ছেলে শরিফুল ইসলাম, চকরাজা গ্রামের সিরাজের ছেলে হোসেন আলী, দেবরপুর গ্রামের মৃত ফজলার মন্ডলের ছেলে শহিদুল ইসলাম, মধ্যবাজার এলাকার বাবলু হোসেনের ছেলে পাপ্পু হোসেন, পাতনা গ্রামের ফুলজানের ছেলে আফজাল হোসেন, তার ছেলে মিন্টু, গাড়ুয়া পূর্বপাড়ার মৃত মেহের আলীর ছেলে মজির উদ্দীন, কালুশহর গ্রামের নাসির উদ্দীনের ছেলে রবিউল ইসলাম, চৌমাশিয়া গ্রামের সুনীল পাহানের ছেলে সুমন্ত পাহান, চকগোড়া গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী দেলোয়ারা বেওয়া, পাতনা গ্রামের আফজাল হোসেনের স্ত্রী মিনা, বেলঘরিয়া গ্রামের নিতাই চন্দ্রের স্ত্রী শর্মা রাণী ও নারায়ণ চন্দ্রের স্ত্রী আদরী রাণী।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১জন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় ৪জন নারীসহ ১৪জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।