ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী চাউল, পোলার চাউল, আটা, চিনি, বুটের ডাল, সয়াবিন তৈল, গুড়া দুধ ও নারিকেল বিতরণ করা হয়েছে।
রংপুরের পুনাক সভানেত্রী সোনিয়া আক্তারের ব্যবস্থাপনায় সোমবার (২৩ অক্টোবর) দুপরে দুস্থ ও অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন, রংপুরের তারাগঞ্জ থানার ওসি এ.কে.এম আব্দুল লতিফ মিঞা পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, ওসির সহধর্মিণী রেবেকা সুলতানা রিতা, তারাগঞ্জ থানার তদন্ত ওসি জহিরুল ইসলাম, তদন্ত ওসির সহধর্মিণী নিশরাত ইসলাম নিশু, তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপন দত্ত তারাগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, জাতীয় দৈনিক সংবাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম প্রমুখ ।