ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকালে শোভাযাত্রা, সাধারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির আয়োজনে শোভাযাত্রাটি খোয়াড়মোড় থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে এসে শেষ হয়।
পরে সীমান্তবর্তী রামদাস সেতু এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি ও রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।
প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম।
আরও উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি মুশা মার্চেন্ট, ডা. হাবিবুর রহমান, আব্দুল জাব্বার,ডা. মু. মফিজ উদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক ও পূর্তি উৎসবের আহ্বায়ক মনসুর রহমান প্রমুখ।