ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও তার চাচাতো ভাই সালাহ উদ্দীন সিকদারের মধ্যে বিরোধের জেরে গুলি ও গ্যারেজে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ৩ জন।
এ ঘটনার পর আগুনে পুড়ে যাওয়া গ্যারেজের গাড়ি থেকে ছয় লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় পুড়ে যাওয়া তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গুলিবিদ্ধরা হলেন- নুর হোসেন (৪০), মোহাম্মদ কাউছার (৩০) ও ভূবন দে (৩৫)।
স্থানীয়দের বরাতে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন, পারিবারিক শত্রুতার জেরে পৌর মেয়র মকছুদ মিয়ার সঙ্গে সালাহ উদ্দিন সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এছাড়া আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মকছুদ মিয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। এ পরিস্থিতিতে গত রাত ২টায় পৌর মেয়রের কার্যালয়ের পাশে তার সমর্থকদের ওপর কে বা কারা গুলি চালায়। এতে ৩ জন গুলিবিদ্ধ হন।
গভীর রাতে পৌর মেয়রের কার্যালয়ের পাশে গুলির শব্দ শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় মেয়রের সমর্থকরা গোলাগুলির ঘটনার জন্য সালাহ উদ্দিন সিকদারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এরই মধ্যে কে বা কারা সালাহ উদ্দিনের বাড়িতে গাড়ির গ্যারেজে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি বলেন, গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া প্রাইভেটকারের ভেতরে পেছনের অংশ থেকে কিছু প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে আংশিক পুড়ে যাওয়া অবস্থায় ২ লাখ ২ হাজার এবং অক্ষত অবস্থায় ৪ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।
ওসি আব্দুল হাই আরও জানান, আগুনে পুড়ে যাওয়া গ্যারেজ ও গাড়িগুলোর মালিক মহেশখালী পৌরসভার সিকদার পাড়ার মোহাম্মদ জকরিয়া সিকদার ওরফে মৌলভী জকরিয়ার ছেলে সালাহ উদ্দিন সিকদার (৪০)। তিনি মহেশখালী পৌর মেয়র ও অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়রপ্রার্থী মকছুদ মিয়ার চাচাতো ভাই।
এদিকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গ্যারেজ ও গাড়ির মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি আব্দুল হাই।
ওসি জানান, গোলাগুলির ও আগুন লাগিয়ে দেবার ঘটনায় কে বা কারা জড়িত, পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এছাড়া ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।