ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৪ মে বেলা সাড়ে ১২ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৫০ জন কর্মহীন দুঃস্থ্য ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সরুপ ১০ কেজি জাল, ২ কেজি আলু ১ কেজি করে ডাল, লবন ও তৈল এবং ২টি করে সাবান প্রত্যেকের হাতে তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।
ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ওসি আবদুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।