ধূমকেতু নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফাঁকা সড়কে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল কুদ্দুস (৬০) ও ময়েজ আলী (৪৫)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে গরু কিনতে এসেছিলেন আব্দুল কুদ্দুস ও ময়েজ আলী।
সকালে ফাঁসিতলা এলাকায় তাদের বহনকারী পিকআপভ্যানটির সঙ্গে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এ সময় পিকআপভ্যানের আরও চার যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।