ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১২ টায় বজ্রপাতে নিহত উপজেলার আলতাদিঘী গ্রামের রাসেল মাহমুদ (৩০) এর পিতা খায়রুল ইসলামের হাতে ২০ হাজার টাকা ও জগদল গ্রামের মাঠ থেকে গরু নিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতের নিহত বৃষ্টি খাতুন (১৩)র বাবা হেলাল হোসেনের হাতে ২০ হাজার টাকার সরকারি অর্থ প্রদান করেন জেলা প্রশাসনের পক্ষে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই দুপুরে উপজেলা চকউমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে আ. রশিদ (৬০), আলতাদিঘী গ্রামের খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ, ও জগদল গ্রামের হেলাল হোসেন এর মেয়ে বৃষ্টি খাতুন (১৩) বজ্রপাতের ঘটনায় মৃত্যুবরণ করেন।