ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফতেপুর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের ফুরশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাযের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দাফনের আগে নাচোল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের,নাচোল থানার অফিসার ইনর্চাজ সেলিম রেজা চৌধুরী,জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, নাচোল উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু , ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন, গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন স্ট্রোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ২:২০ মিনিটে মারা যান।