ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ এমএ হানিফ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, আবাসিক মেডিক্যাল অফিসার মোর্শেদ মঞ্জুর কবির লিটন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগন।
ওই অনুষ্ঠানে ১৩ জন কর্মকর্তা ও কর্মচারীদেরকে কাজের দক্ষতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।