ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে চান ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম।
জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনমত সৃষ্টির লক্ষে স্বাভাবিক ভাবে সকলের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় অব্যহত রেখেছেন তিনি। এছাড়া এলাকার সর্বস্তরের জনগনের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নিয়ে দোয়া, আর্শীবাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন তিনি।
তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ শিরন্টি ইউপির ৯ নং ওয়ার্ডে সততা ও নিষ্ঠার সাথে সভাপতির দায়িত্ব পালন করে আসছি।
পরবর্তী ইউপি কমিটিতে সহ সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছি।
বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকাণ্ড সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছি দীর্ঘদিন যাবৎ। এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো বলে আব্দুস সালাম অভিমত ব্যক্ত করেছেন।