ধূমকেতু প্রতিবেদক, প্রতিবেদক : মোহনপুরে ধুরইল ইউপি নির্বাচনে চেয়্যারমান পদ-প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলে আওয়ামী লীগের প্রবিণ নেতা সাবেক চেয়্যারমান রবিউল ইসলাম।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।
সাবেক চেয়্যারমান রবিউল ইসলাম বলেন, মনোনয়ন না পেয়ে নির্বাচনে অংশ না নেওয়ার কথা শুনে আমার ভক্ত অনুসারীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা আমাকে বলছেন স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতীক বড় নই ব্যক্তি বড়, এজন্য জনগনের চাওয়ায় আমি এবারো নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র চেয়্যারমান পার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলাম। আমি চেয়্যারমান থাকা কালীন জনগনের পাশে থেকে নাগরিক সেবা দিয়েছি। আমি বিশ্বাস করি ধুরইল বাসি আমাকে ব্যাপক ভালবাসে, তারা এবার চেয়্যারমান হিসেবে আমাকেই চাচ্ছেন। গত নির্বাচনে দলের কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির চেয়্যারমান নির্বাচিত করেন, এতে আমি ৬৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। তবে আমি মাঠ ভালোভাবে ধরে রেখেছি। অবশ্যই দলমত নির্বিশেষে বিপুল ভোটে জনগণই আমাকে নির্বাচিত করবেন। আমি চেয়্যারমান নির্বাচিত হয়ে নাগরিক সেবার পাশাপাশি ইউপির সকল এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ নভেম্বর থেকে শুরু হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এ ছাড়া ১২ নভেম্বরের পর দেওয়া হবে প্রতীক বরাদ্দ। আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।