ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ধুরইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান খোন্দকার রবিউল ইসলাম, সংরক্ষিত সদস্য পদে ৭, ৮, ৯ নং ওয়ার্ডে মর্জিনা বেগম, সাধারণ সদস্য পদে ৭ নং ওয়ার্ডে সোহেল রানা, হাবিবুর রহমান, আব্দুস সামাদ মন্ডল, ৮ নং ওয়ার্ডে মাইনুর রহমান, রায়ঘাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দুলাল হোসেন, আব্দুল মান্নান, মৌগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুৃল হোসেন, সাধারণ সদস্য পদে আফতাবুল আলম, বাকশিমইল ইউনিয়নে চেয়ারম্যান পদে মাহাবুব-অর-রশিদ, সাধারণ সদস্য পদে ৯ নং ওয়ার্ডে খুরশেদ আলম, জাহানাবাদ ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন শাহ, আইনাল হক, আলফাজ হোসেনসহ, সবাই মনোনয়নপত্র স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রত্যাহার করেন।