ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরের এনায়েতপুর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীক চান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা এনায়েতপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মিরাজ উদ্দীন মিঞা। তিনি স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচনে বিপুল ভোটে এনায়েতপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে আরো ৩ বার নির্বাচিত হয়ে প্রায় ১২ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৩ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন মেহেদী হাসান মিঞা। এরপর ২০১৬ সালের নির্বাচনে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়ে অদ্যাবধী সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিজস্ব অর্থায়নে আত্রাই নদীর সাড়ে ১২ কিলোমিটার বাঁধ সংস্কার।
মহামারী করোনাকালীন সময়ে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মানবতার ঘর থেকে প্রায় ৭ হাজার মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেন। নৌকা প্রতীক পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক ও দুর্ণীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, খুব দ্রæত যেন জনসাধারণ সেবা পান সে ব্যবস্থা করবেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করাসহ সব সময় জনগণের পাশে থেকে সেবা করে যেতে চান।
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, মেহেদী হাসান মিঞা’র বিকল্প নৌকার কান্ডারী কেউ নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়নের ভোটারগণ আবারও মেহেদী হাসান মিঞাকে বিপুল ভোটে জয়লাভ করাবেন।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাউসার আলী সরকার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ইউপি নির্বাচনকে ঘিরে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে। তারাও মেহেদী হাসান মিঞাকে ভোট দিয়ে আবারও চেয়ারম্যান হিসেবে পেতে চান।