ধূমকেতু প্রতিবেদক, এস এম মোরশেদুল ইসলাম রবি, বগুড়া : দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া গাবতলী ৩নং রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান সফল চেয়ারম্যান সেকেন্দার আলী ৭নং ওয়ার্ডের চকমোল্লা গ্রামে নির্বাচনী ক্যাম্পে ফিতা কেটে উদ্বোধন করেন।
তিনি বলেন, অবহেলিত রামেশ্বরপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলতে নৌকার বিজয়ের বিকল্প নাই।
তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ৫ই জানুয়ারী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আপেল মাহমুদ আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, আবু তাহের ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন প্রমুখ।
শেষে দোয়া মধ্য দিয়ে শেষ হয়।