ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের সহরাই উৎসব পালিত হয়।
শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অত্র একাডেমির হল রুমে সহরাই উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুজিব বর্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির যোগেন্দ্র নাথ সরেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অত্র একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার এবং আদিবাসী নেতা ভাদু বাস্কে।
অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহ্জাহান।
উপস্থিত অতিথিৃবৃন্দ সহরাই সহরাই সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলেন, এই উৎসব পাঁচদিন ব্যাপি হয়। সাঁওয়াল সম্প্রদায়ের জনগণ নতুন ধান কাটা, জামাই ঝি ও আত্মীয়স্বজন নিয়ে ভাল কিছু খাওয়া, গৃহপালিত পশুর পরিস্কার পরিচ্ছন্ন এবং পশু লড়াই ও শেষের দিন প্রতিবেশী ও আত্মীয়স্বজন নিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যাবস্থা করা হয়।
মূলত: এটা একটি ঐতিহ্যবাহী উৎসব বলে জানান বক্তারা। বক্তব্য শেষে কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।