ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের (আর ইউ সি সি) আট সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৃষাণ খান।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে সহ সভাপতি হিসাবে রয়েছেন ফাইন্যান্স বিভাগের মাহমুদ আজিজ, সহ সাধারণ সম্পাদক ফাইন্যান্স বিভাগের সাইদুর রহমান, আইবিএ শিক্ষার্থী রাকিবুজ্জামান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফারিয়া নৌশিন তৃপ্তি। উল্লেখিত সদস্যবৃন্দ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়া কমিটিতে ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খোন্দকার অভিষেক ইবনে শামস এবং টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ আর রাফি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারী ২০২২ ক্যারিয়ার ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৫ মার্চ ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে আগামি ১ বছর মেয়াদে ক্যারিয়ার ক্লাবের ৯ম কমিটি গঠন করা হয়। আগামি ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে কমিটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার চার্লস অপু ফলিয়া।