ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেক্টর কমাণ্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ রাজশাহী জেলা ও মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১১ জুন) দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান সিটি মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, সেক্টর কমাণ্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১, রাজশাহী মহাগনরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃনজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, রাজশাহী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, সাধারণ সম্পাদক সাবান আরী দিলীপসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।