ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ৭০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাহীন আলম বেলাল (৩১) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে গোদাগাড়ী থানাধীন আদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহীন আলম বেলাল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কুড়োলবাড়িয়া এলাকার হাসিবুল ইসলামের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আদারপাড়া গ্রামস্থ জনৈক শ্রী রিপন (২৫), পিতা-শ্রী দইচান এর বসতবাড়ির সামনে আদারপাড়া টু কুড়োলবাড়িয়াগামী কাঁচা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে ৭০ গ্রাম হেরোইনসহ শাহীন আলম বেলালকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ১টি মোবাইল ফোন, ১টি সীমকার্ড ও ১টি মেমোরিকাড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণী ৮ (গ) ধারার মামলা রুজু করা হয়।