ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) এর রাজশাহী আঞ্চলিক পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদের রাজশাহী আঞ্চলিক পরিষদের নবনির্বাচিত সভাপতি ওয়াজেদ আলী খাঁন, সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুম আখতারুজ্জামান অনীক, প্রচার সম্পাদক গোলাম মর্তুজা হেনা।
আরও উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, সমাজকল্যান সম্পাদক শাহনাজ পারভিন শিল্পী, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, সাংস্কৃতিক সম্পাদক লুবনা রশীদ সিদ্দিকা, নির্বাহী সদস্য আরিফউজ্জামান নবাব, আসাদ আলী, নূরজাহান বন্যা, আঞ্জুমান আরা শিফ ও ফজলুল বারী রনি প্রমুখ।