ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা সচেতন সোসাইটি।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় মঙ্গলবার (২৬ জুলাই) পবার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা নর্থ বেঙ্গল স্কুল এন্ড কলেজের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সচেতন সোসাইটি পবা এলাকার এলাকা ব্যবস্থাপক মামুন হাসান।
প্রধান অতিথি ছিলেন, হুজরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন, সচেতন সোসাইটির উপপরিচালক এটিএম শাহরিয়ার ইসলাম।
সচেতন সোসাইটি দারুশা শাখার শাখা ব্যবস্থাপক মিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পবা এলাকার বিভিন্ন শাখা ব্যবস্থাপক যেমন, ইব্রাহিম মন্ডল, সেলিনা খাতুন, আমিনুল ইসলাম ও আরিফ হোসেনসহ অত্র এলাকার গণ্যম্যান ব্যক্তিবগ, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন সাইফুল ইসলাম, মখলেছুর রহমান, রকি কুমার ঘোষ, নান্টু শেখ ও শাহীন পারভেজ।
প্রধান অতিথি বক্তব্য শেষে মোট ছয়জন শিক্ষার্থীর প্রতিজনকে ১২ হাজার টাকা করে মোট বাহাত্তর হাজার টাকার চেক প্রদান করেন।