ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১০ আগষ্ট) সকাল ১০ টার সময় উপজেলা হল রুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ধুরইল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা এ.কে এম ফজলুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.এম মান্নান, পল্লীউন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, জনস্বাস্থের উপসহকারি প্রকৌশলী জাকির হোসেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা চৌধুরী, পরিবার পরিকল্পনা সহকারি কর্মকর্ত হুদা, মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক তপন কুমার।