ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয়েছে দশম শ্রেণীর স্কুল ছাত্র সাব্বির হোসেন (১৬)।
রোববার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় তার পিতার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়ায় যাত্রী পবিহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। তবে তার ভ্যানটি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি এলাকায় ব্যাটারি বিহীন পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। সাব্বির হোসেন উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আড়পাড়া গ্রামের হায়দার আলী ছেলে।
ধারনা করা হচ্ছে, ভ্যানটি নিয়ে গিয়ে সামাল দিতে পারবেনা বলে ভ্যানটি রেখে ভ্যানে যুক্ত ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে নিখোঁজ সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম জানান, আমার ভাই হায়দার আলী ভ্যান চালিয়ে সংসার চালান। সকালে বের হয়ে দুপুরের দিকে বাড়ি ফেরেন ভাই হায়দার আলী । এর ফাঁকে লেখাপড়ার খরচ যোগাতে কোন কোন দিন বিকেলে ভাড়ায় যাত্রী পরিবহনের উদ্দেশ্য বের হতো ভাতিজা সাব্বির হোসেন। ফিরতো সন্ধ্যার আগে কিংবা কিছুৃ পরে। রোববার স্কুল ছুটির পর ভাড়ায় চালানোর জন্য বের হয়েছিল। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেনি। রাত সাড়ে ১১ টা পর্যন্ত বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার কাছে থাকা ১০ হাজার টাকা মূল্যের রিয়েলমি এনড্রয়েড মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে। পরে বাঘা থানায় সাধারণ ডাইরী করেছেন।
তিনি জানান, সোমবার দুপুর আড়াই টার দিকে চারঘাট-ঈশ্বরর্দী সড়কের আটঘরি এলাকার পাশের একটি আম বাগানে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া গেছে। কিন্তু ভ্যানে যুক্ত ব্যাটারি ছিলনা।
অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদি হয়ে বাঘা থানায় সাধারণ ডাইরী করেছেন। সাব্বির হোসেনকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।