ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকায় ধানমন্ডিস্থ বাসভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।
আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নায়িকা মাহিয়া মাহি, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তাহমিনা খানম, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ যথাক্রমে হাবিবা হেপি, দেলওয়ারা ইউসুফ, শাহিদা, সুমি সরকার ফাতেমা, মালিহা জামান মালা, রুমা ভূইয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের শামিমা খাতুন পারুল, নাটোরের আওয়ামী লীগ নেতা কাজল রয়, বঙ্গন্ধু ছাত্র পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম প্রমুখ।