ধূমকেতু প্রতিবেদক : সারাদেশে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জাতীয় পর্যায়ে বিভিন্ন জেলায় দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ব্যবস্থাপনায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের ছোট বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় ঈদগাহ মাঠে ৫০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহীর সেক্টর কমান্ডার, কর্নেল আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি।
এদের মধ্যে ২২০ জন পুরুষ ও ২৮০ জন নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি ও সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও রাজশাহী সিটি কর্পোরেশন এর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল ও সাধারণ সম্পাদক বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমজাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন, ছোটবনগ্রাম আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, ছোটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদা খানম, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব সারমান আলী, আলহাজ্ব আব্দুস সাত্তার প্রমুখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেলা ১২ টা থেকে দেড় টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে রাজশাহী সেক্টর এর মেডিকেল অফিসার ডাঃ মুশাব্বির আহম্মেদ কর্তৃক ১০০ জন পুরুষ এবং ১৭৭ জন মহিলাসহ সর্বমোট ২৭৭ জন স্থানীয় গরীব ও দুঃস্থ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।